লং লাস্টিং কমিউনিটি ডেভলপমেন্ট এসোসিয়েশন, একটি অলাভজনক সংস্ত্যা। সংস্থ্যার লক্ষ্য হচ্ছে একটি স্ব-নির্ভর ও সু-শিক্ষিত রিফুজী ও ইমিগ্রেন্ট কমিউনিটি গড়ে তোলা। এই লক্ষ্য অর্জনের জন্যে রয়েছে আমাদের বয়ষ্ক শিক্ষা প্রকল্প। প্রকল্পের অন্তর্ভুক্ত ক্লাসগুলো হচ্ছেঃ · ইংরেজী ভাষা শেখার জন্যে ESL ক্লাস, · ইংরেজী ভাষায় কথা বলায় দক্ষতা অর্জনের জন্যে ইংলিশ কনভার্সেশন ক্লাস, · সিটিজেনশীপ পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাস, · ড্রাইভার্স লাইসেন্স লিখিত পরীক্ষা প্রস্তুতির জন্যে সহযোগীতা, এবং · আমেরিকা সম্পর্কে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি। আমাদের শিক্ষক শিক্ষিকাগণ আমেরিকান তবে একজন বাংলাদেশী রয়েছেন যিনি বাংলাদেশীদের জন্যে সব কিছু সহজ করে দেন। ক্লাস হয় প্রতি মংগল ও বুধবার, বিকেল / সন্ধ্যা ৬ টা থেকে ৮ টা পর্যন্ত। ক্লাসের ঠিকানাঃ বাকাই ভিলেজ কমিউনিটি সেন্টার, রুম নং- ২০০ ২৭২৪ ডিফায়ান্স ড্রাইভ, কলাম্বাস, ওহাইও-৪৩২১০ Address in English: Buckeye Village Community Center, Room # 200. 2724 Defiance Dr. Columbus, OH-43210 Phone: (614)789-9607 or (614)632-1950.
উপরে উল্লেখিত ক্লাস গুলো ছাড়াও আরা যে কাজগুলো আমরা করি সেগুলো হচ্ছেঃ · আমেরিকায় নতুন করে পড়াশুনা শুরু করার জন্যে TOEFL, GED ইত্যাদি পরীক্ষার জন্যে প্রস্তুতিতে সহযোগীতা, · স্কুলে ভাল ফলাফল করার জন্যে ছোট ছেলে-মেয়েদেরকে পড়াশুনায় সহযোগীতা, · ভাল চাকুরী পেতে সঠিক পথ নির্দেশনা ও ভর্তির ব্যবস্থা, · বিনামূল্যে চিকিতসা পাওয়ার ব্যবস্থা, এবং · পারিবারিক সমস্যার সমাধান করতে আমেরিকান এটোর্নী দ্বারা সহযোগীতা। সাহায্যের জন্যে শেষ মুহুর্তে এলে আমরা তেমন কিছু করতে অক্ষম। আপনার বা আপনার পরিবারের মানুষগুলোর জীবনে এগুলোর যে কোন একটির প্রয়োজন থাকাটাই স্বাভাবিক। তবে তিনিই বুদ্ধিমান যিনি সমস্যায় পড়ার আগেই আমাদের সদস্য হয়ে যাবেন তাহলে প্রয়োজনের সময় কারও কাছে ধর্না দিয়ে বেড়াতে হবেনা, কারন সে সময় আমরা থাকব আপনার পাশে। | এসোসিয়েশন প্রতিষ্ঠার ইতিহাস ও তার সার্থকতার খতিয়ানঃ আর সব নতুন অভিবাসীর মত এ দেশে আসার পর প্রথম কয় বছর এই সংস্থার প্রতিষ্ঠাতাকেও বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। এদেশ সম্পর্কের অজ্ঞতার কারনে তার অনেক আর্থিক ক্ষতিও হয়েছিল। জীবিকা নির্বাহের জন্যে তাকে করতে হয়েছিল অল্প আয়ের কাজ, কিন্তু তাতে দমে না যেয়ে তিনি এবং তার স্বামী আবার পড়াশুনা করতে শুরু করেন, এদেশের ডিগ্রী লাভ করার পরই তাদের কাছে ধরা দেয় আমেরিকান ড্রীম! তবে নিজেকে আমেরিকার উপযুক্ত করে গড়ে তোলার সময়টাতে তিনি লক্ষ্য করেন যে, কলাম্বাসে বহু ESL বা ইংরেজী ভাষা শিক্ষার স্কুল রয়েছে তবে সেগুলো থেকে আসলে তেমন একটা ফল পাওয়া যায় না। বছরের পর বছর ছাত্র ছাত্রীরা সেসব স্কুলে যান কিন্তু তাতে তাদের আর্থিক ও সামাজিক অবস্থার আশানুরূপ পরিবর্তন সাধিত হয়না। এসব দেখে তিনি নিজে একটি সংস্থা স্থাপন করার কথা ভাবেন যা থেকে নতুন অভিবাসীরা জীবনে করতে পারবেন প্রকৃত উন্নতী, এবং দূর হবে হতাশা। তিনি স্ব-নির্ভরতা অর্জনমূলক প্রকল্পে গ্রুপ লীডারদের ট্রেইনার হিসেবে কাজ করার অভিজ্ঞতা লাভ করেন তার নিজ দেশেই। কিন্তু সে অভিজ্ঞতা থাকা সত্বেও এই সেক্টরে আমেরিকায় কাজ শুরু করার আগে সম্পন্ন করেন প্রয়োজনীয় কোর্স, অবশেষে ২০০৫ সালে আরও কিছু সম মানসিকতা সম্পন্ন মানুষদের সাথে নিয়ে জন্ম দেন লং লাস্টিং কমিউনিটি ডেভলপমেন্ট এসোসিয়েশন নামে এই অলাভ জনক সংস্থাটির। শুরু থেকে এখন পর্যন্ত এই সংস্থ্যার সহযোগীতায় স্ব- নির্ভরতা অর্জন করেছেন ব্যাচের পর ব্যাচ ছাত্র-ছাত্রী, সিটিজেনশীপ পরীক্ষায় পাস করেছেন এমন কিছু মানুষ যাদের ইংরেজী ভাষায় কোন পূর্ব অভিজ্ঞতাই ছিলনা, ছাত্র -ছাত্রীরা পাস করছেন TOEFL এর মত কঠিন পরীক্ষাতে ও ড্রাইভার্স লাইসেন্স পরীক্ষায়, অত্যন্ত ভাল ফলাফল করে চলেছে ছোট ছেলে-মেয়েরা তাদের স্কুলে এবং যাদের পরিবারে এসেছে ভাংগন তাদের দিতে পেরেছে সঠিক দিক নির্দেশনা ও সহযোগীতা। তবে এই সংস্থ্যাকে টিকিয়ে রাখার জন্যে আমরা সম্পূর্ণভাবে আপনাদের আর্থিক অনুদানের ওপর নির্ভরশীল। অর্থাৎ আপনাদের আর্থিক অনুদান ছাড়া আমরা কার্যক্রম চালিয়ে যেতে অক্ষম। সদস্য হবার নিয়মাবলীঃ · রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে, এবং সংগে ড্রাইভার্স লাইসেন্সের ফটো কপি জমা দিতে হবে, ও · রেজিস্ট্রেশন কালে সংস্থার উদ্দেশ্যে বাতসরিক একশত পঞ্চাশ ডলার অনুদান প্রদাণ। এছাড়া সারা বছর ESL সহ বয়ষ্ক শিক্ষা প্রকল্পের ক্লাস করার জন্যে কোনরকম ফি দিতে হবেনা।
|
Home >